আপনি যে বিষয়টি অনুসন্ধান করছেন তা খুঁজে পাওয়া যায়নি। আপনার সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-জাগরণীয়া
আপনি যে বিষয়টি অনুসন্ধান করছেন তা খুঁজে পাওয়া যায়নি। আপনার সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-জাগরণীয়া
দেশের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সর্বত্রই নারীদের পদচারণা। কিন্তু তাতে কতটুকুই বা ক্ষমতায়ন হচ্ছে নারীর? নারীর ভাগ্যের কোন উন্নতি ঘটছে কি? যৌতুকের বলি হয়ে যত নারী প্রাণ হারাচ্ছেন, এসিড সন্ত্রাসের শিকার হচ্ছেন কতজন? কতজন নারী ধর্ষিত হচ্ছেন? আর এর কতটুই বা আমরা জানতে পারছি? ঠিক এমনি যখন অবস্থা তখন নারীদের জাগাতেই হাজির হল ‘জাগরণীয়া’।
জাগো নারী জাগো বহ্নিশিখা- এই স্লোগানকে সামনে রেখে হাজির হয়েছে নারীদের নতুন নিউজ পোর্টাল ‘জাগরণীয়া’ (www.jagoroniya.com)। তথাকথিত নারীবাদী আর পুরুষতন্ত্র উভয়ের পেষণে নারীর প্রকৃত মুক্তি যখন মরীচিকা, তখন নারীর সকল সংবাদ নিয়েই হাজির হয়েছে জাগরণীয়া। এই পোর্টালে অন্যান্য নারী পোর্টালের মতো নারীর জীবনকে রান্নাঘর আর প্রসাধনের মধ্যে সীমাবদ্ধ করে না রেখে নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে তুলে আনা হয়েছে সকল দিক।
রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে খেলাধুলা, শিল্প-সাহিত্য সকল ক্ষেত্রেই নারীর অবদানকে তুলে ধরা হয়েছে। এই পোর্টালে থাকছে সাহসী নারীদের আখ্যান ‘সাহসিকা’। বিভিন্ন ক্ষেত্রে স্মরণীয় বরণীয় নারীদের জীবনী নিয়ে থাকছে ‘বহ্নিশিখা’। নারীদের সাক্ষাৎকার নিয়ে থাকছে ‘মুখোমুখি’। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রথম নারীদের স্মরণ করতেই আলাদা করে থাকছে ‘প্রথমা’। এমনকি নারীদের লিখা বই, নারীদের নিয়ে লিখা বই নিয়ে আলাদা করে থাকছে ‘বইপত্র’। থাকছে বিনোদন, শিক্ষা, তথ্য-প্রযুক্তি ও আইন অধিকার এর সকল সংবাদ।