তারুণ্য ধরে রাখতে নগ্ন হয়ে ঘুমান!

প্রকাশ : ২৮ মে ২০১৬, ১৪:৪০

জাগরণীয়া ডেস্ক

সুখী ও সাবলীল তারুণ্য ধরে রাখার সবচেয়ে অভিনয় উপায় বের করেছেন গবেষকরা। ‘নগ্নতা’ শব্দটি শুনলেই অসভ্যতা বা অশোভন মনে হতে পারে। তবে যাই মনে হোক না কেন, নগ্ন হয়ে ঘুমালে আপনি মানসিক ও শারীরিক নানান উপকার পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নগ্ন হয়ে ঘুমালে আপনার স্বাস্থ্য ভাল  থাকবে, দাম্পত্য জীবনও সুখের হয়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হবে। তবে, সবসময় প্রয়োজন নাই,কখনো কখনো সময়-সুযোগ করে নগ্ন হয়ে ঘুমানই যথেষ্ট।

এতে করে, ভাল লাগা ও আকাঙ্ক্ষার হরমোনের নিঃসরণ বেড়ে যায়। সঙ্গীর সাথে সম্পর্ক নিবিড় হয় ও তারুণ্য ধরে রাখা যায়।

ঘুম বিশেষজ্ঞরা বলেন, শরীরের তাপমাত্রা ঘুমের গভীরতায় প্রভাব ফেলে। ফলে নগ্ন হয়ে ঘুমালে শরীর অতিরিক্ত তাপ থেকে মুক্ত থাকতে পারে।

স্পর্শ অক্সিটোসিন নামক হরমোনের নিঃসরণ ঘটায়। নিঃসন্দেহে নগ্ন হয়ে ঘুমালে আপনার শরীর তুলনামূলভাবে বেশি স্পর্শ পাবে। এতে শরীরে অক্সিটোসিন হরমোনের ক্ষরণ বেড়ে যাবে। বন্ধন দৃঢ় ও নিবিড় করার জন্য অক্সিটোসিন হরমোন বিশেষভাবে পরিচিত। এছাড়া এই হরমোন মানসিক চাপ কমান, 

বিশ্বাস-আস্থা বৃদ্ধি করে, হ্নদযন্ত্রের চাপ স্বাভাবিক রাখা ও যৌন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখার কাজ করে।

নগ্ন ঘুমালে শরীর থেকে বুড়িয়ে যাওয়া প্রতিরোধক মেলাটোনিনের নিঃসরণ সহজ হয়। ফলে, এইভাবে ঘুমানো তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, পর্যাপ্ত ঘুম না হলে শরীরে ঘার্লিন হরমোনের প্রবাহ বেড়ে যায়, যা ক্ষুধা বাড়ায় ও ইনসুলিনের প্রবাহকে বৃদ্ধি করে। ফলে, বহুমূত্র ও হৃদরোগ সৃষ্টি হতে পারে। নগ্নভাবে ঘুমে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে। যা শরীরের পেশি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গকে সতেজ ও স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে। নগ্ন ঘুম দম্পতিদের সম্পর্কের মধ্যকার বাধা দূর করে। সম্পর্কে করে তোলে আরো নিবিড়।

অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, নগ্ন ঘুম নিজের প্রতি আস্থা ও বিশ্বাসের পরিমাণ বাড়িয়ে দেয়। করে তোলে আত্মবিশ্বাসী। তাই নগ্নতাকে এড়িয়ে না গিয়ে তারুণ্যে ভরা সুন্দর জীবন যাপন করতে গেলে নগ্ন হয়ে ঘুমানো সবচেয়ে বেশি উপকারী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত