পুরানো কাপড়ে হোক নতুন জিনিস!

প্রকাশ : ২৬ মে ২০১৬, ০৩:০৫

জাগরণীয়া ডেস্ক

পুরানো কাপড়ে হোক নতুন জিনিস কীভাবে বানাবেন আসুন জেনে নিই-

*রান্নার সময় হাঁড়ি-পাতিল ধরার জন্য কেউ ব্যবহার করেন বেড়ি, আবার কেউ ব্যবহার করেন কাপড়ের মোটা প্যাড। এই কাপড়ের প্যাড বাজার থেকে না কিনে বানিয়ে ফেলুন নিজেই। বাসায় পুরোনো গেঞ্জি, ব্লাউজ বা অন্য যে কোনো কাপড় থাকলে তা দিয়ে সেলাই করে বানিয়ে ফেলতে পারেন এই প্রয়োজনীয় জিনিসটি।

*খেয়াল করেছেন নিশ্চয়ই বিছানার চাদরের মাঝখানের অংশটা দুই পাশের তুলনায় আগে দুর্বল হয়ে পড়ে। চাদর আধা পুরোনো হবার পর ঠিক মাঝ বরাবর লম্বালম্বিভাবে কেটে নিন। এবার লম্বা ফালি দুটো ঘুরিয়ে নিয়ে চাদরের আগের দুই পাশ সেলাই করে জুড়ে দিন। মুড়ে নিন নতুন দুই পাশ। আপনার বিছানার চাদরের আয়ু বেড়ে গেল আরো কিছুদিন।

*পুরনো ওড়না থাকলে তা কেটে বানিয়ে নিতে পারেন স্কার্ফ। কিনারে লাগিয়ে নিন লেইস, তাহলে আর পুরোনো ভাব থাকবে না আর।

*পুরোনো ওড়না দিয়ে চুলের জন্য বো বা ব্যান্ডও বানিয়ে ফেলতে পারেন! সাথে লাগিয়ে নিন কিছু পুঁতি ও পাথর। চমত্কার একটা জিনিস হবে সন্দেহ নেই।

*বিছানার চাদরের আয়ু বাড়িয়ে ব্যবহার করতে না চান তাহলে চাদর থেকে মজবুত জায়গাগুলো কেটে নিয়ে তৈরি করে ফেলতে পারেন বালিশের কাভার। লেস লাগিয়ে বা ব্লক করে বানিয়ে ফেলতে পারেন কোনো কিছুর ঢাকনিও!

*শাড়ি পুরোনো হয়ে গেলেও অনেক শাড়ির পাড় এত সুন্দর হয় যে ফেলতে ইচ্ছে করে না। শাড়ির পাড় কেটে রাখুন। এই পাড় দরজা-জানালার পর্দায় বর্ডার হিসেবে বসাতে পারেন অথবা ফ্লোর কুশনের উপর এই পাড় বসিয়েই নকশা করে ফেলতে পারেন। জরির পাড় থেকে সুতা খুলে করতে পারেন সেলাইয়ের কাজও।

*বাড়িতে অব্যবহৃত টুকরো কাপড় থাকলে সেগুলো সেলাই করে জোড়া দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফ্যাশনেবল ব্যাগ। অথবা কাপড় দিয়ে বেণী তৈরি করে তা জোড়া দিয়ে তৈরি করতে পারেন সুন্দর ডোরম্যাট।

*নতুন শাড়ি ছিঁড়ে যদি পরার অযোগ্য হয়ে যায় তাহলে তা কেটে জামা বানিয়ে ফেলতে পারেন। সেটাও করা না গেলে পাড় বা আঁচল কেটে রেখে দিন। পরে নতুন জামা বানালে এগুলো ব্যবহার করতে পারবেন ইয়ক বা লেইস হিসেবে।

*অনেক কাপড় থাকে যা টেকসই কিন্তু বহু ব্যবহারে মলিন হয়ে গেছে। এক্ষেত্রে সেটাকে টাইডাই করে আবার ব্যবহারের উপযোগী করে তুলতে পারেন। কাপড় রং করে তাতে ব্লক বা হাতের কাজও করতে পারেন।

*দীর্ঘদিন রেখে দেয়া শাড়ি যেটা ব্যবহার করতে চান না, কেটে বানিয়ে ফেলতে পারেন দরজা বা জানালার পর্দা। আঁচল ছাড়া বাকি অংশ দিয়ে বানালে এটা যে শাড়ি, তা বোঝাই যাবে না!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত