ঘরের প্রশান্তিতে নীল রঙ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫১
জাগরণীয়া ডেস্ক
শান্তি আর ফ্রেশ ভাব ধরে রাখতে ঘরে প্রাধান্য দিন নীল রঙের। নীলের খেলা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে।
বলা হয়ে থাকে, লাল যেখানে আপনার ব্লাড প্রেশার আর হার্ট রেট বাড়ায়, নীল সেখানে আনে স্বস্তি। তাই ঘরের দেয়াল যেখানে রোদ পড়ে সেখানে হালকা নীল আর যেখানে রোদের ছায়া পড়ে সেখানে গাঢ় নীল ব্যবহার করতে পারেন। আর গাঢ় নীল ঘুমের জন্য ভালো। তাছাড়া রান্নাঘরে ও ডাইনিং হলে নীল রঙ ব্যবহার করতে পারেন। কথায় আছে, নীল রঙ ক্ষুধা কমায়!
পর্দা আর বিছানার চাদরে নীলের আধিপত্য আপনার মনে বাড়তি প্রভাব বিস্তার করবে।