বাংলাদেশি তরুণদের চাকরির সুযোগ কাতার এয়ারওয়েজে

প্রকাশ : ০২ জুন ২০১৭, ২৩:৪৩

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশি তরুণদের জন্য স্বপ্নের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে কাতার এয়ারওয়েজ। প্রতিষ্ঠানটির কমার্শিয়াল ডিভিশনে ‘কিউআর ১৪৯২১- রিজার্ভেশন অ্যান্ড টিকেটিং এজেন্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
ডিপ্লোমা বা সমমানের ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতন দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। রিজার্ভেশন বা টিকেটিং প্রক্রিয়ায় আইএটিএ স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং কম্পিউটার নির্ভর অ্যাপ্লিকেশন চালনায় সক্ষম হতে হবে প্রার্থীদের। পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় লেখা ও কথা বলায় পারদর্শিতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জ্ঞানসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট (bit.ly/2rTvDkV) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ৬ জুন, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন এই লিংকে: bit.ly/2rTvDkV

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত