পুলিশে কনস্টবল নিয়োগ পরীক্ষা শুরু ৮ এপ্রিল

প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৭, ১৯:০০

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশ পুলিশে বাহিনীতে ১০ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামি ৮ এপ্রিল। এদিন ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরো মাসজুড়েই বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেয়া হবে।

কনস্টবল হিসেবে নিয়োগ পেতে চাইলে প্রার্থীর নিজ জেলার জন্য নির্ধারিত তারিখে জেলা পুলিশ লাইনস মাঠে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে। যেসব কাগজপত্র সাথে আনতে হবে তা জেনে নিন একনজরে-

* শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/ সাময়িক সনদপত্রের মূল কপি।
* সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপি।
* জেলার স্থায়ী বাসিন্দা/ জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূলকপি।
* প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূলকপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকলে পিতা/ মাতার পরিচয়পত্রের মূলকপি।
* ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ছবি।
* পরীক্ষার ফি ১০০ টাকা ‘১-২২১১-০০০০-২০৩১’নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের কপি।
* কোটায় আবেদনকারীদের কোটা প্রমাণের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্র/ সনদপত্র।
* সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।

জেলাওয়ারী বাছাই পরীক্ষার সময়সূচী

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত