নার্সিং ভর্তি পরীক্ষা ৭ ডিসেম্বর

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৮, ২২:৫১

জাগরণীয়া ডেস্ক

আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে সব নার্সিং কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। দেশে প্রথমবারের মতো সরকারি-বেসরকারি পর্যায়ে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

২৫ অক্টোবর (বৃহস্পতিবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে ওইদিন সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা হবে। একযোগে বিএসসি নার্সিং, ডিপ্লোমা-ইন-নার্সিং, সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারি কোর্সের এ ভর্তি পরীক্ষা হবে।

আগামী ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে টাকা জমা দেয়া যাবে ১৮ থেকে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ ১৮ থেকে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এর আগে গত ২২ অক্টোবর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতর, ঢাকার মহাপরিচালক তন্দ্রা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছুদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত