১১ জুলাই: ইতিহাসের এই দিনে
প্রকাশ : ১১ জুলাই ২০১৭, ১৫:৪৫
১১ জুলাই, ২০১৭, মঙ্গলবার। ২৬ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯২ তম (অধিবর্ষে ১৯৩ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৫৭৬-হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
১৮২৩ - ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৮৩২-সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়।
১৮৭৮-ব্রিটেন সাইপ্রাস দখল করে।
১৮৮২-ব্রিটিশ নৌবহর থেকে আলেকজান্দ্রিয়ায় বোমা বর্ষণ করা হয়।
১৮৮৯-অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
১৯২১-মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৩০-অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
১৯৬২-টেলস্টার উপগ্রহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে টিভি সম্প্রচার শুরু হয়।
১৯৭৯-আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙে পড়ে।
১৯৮২-বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে ইতালি তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করে।
১৯৯১-জেদ্দায় ফিরতি বিমান বিধ্বস্ত হয়ে ২৬৬ হাজী নিহত হয়।
১৯৯৮-বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।
২০০৬ -ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত হয়।
২০১১- মিরসরাই ট্র্যাজেডি।
জন্ম
১৫৫৮- রবার্ট গ্রিনে, তিনি ছিলেন ইংরেজ লেখক ও নাট্যকার।
১৭৩২ -ঝসেফ লালাদঁর, তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিদ।
১৯১৬-আলেক্সান্দ্র মিখাইলোভিচ প্রখরভ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ।
১৯৩৬-আল মাহমুদ, তিনি বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক।
১৯৬৩-লিসা রিনা, তিনি আমেরিকান অভিনেত্রী।
১৯৭২-মাইকেল রসেনবাউম, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৮৬-ইয়য়ান গউরকুফ্, তিনি ফরাসি ফুটবল।
মৃত্যু
১৯৭৪-পার ফাবিয়ান লাগেরকভিস্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক, কবি ও নাট্যকার।
১৯৮৩- রস ম্যাকডোনাল্ড, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান লেখক।
১৯৮৯-লরেন্স অলিভিয়ার, তিনি ছিলেন ব্রিটিশ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
২০০৫-ফ্রান্সেস লাংফরড, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।