২১ মে: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২১ মে ২০১৭, ১২:৪২

জাগরণীয়া ডেস্ক

২১ মে ২০১৭, শনিবার। ০৭ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। মে ২১ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪১ তম (অধিবর্ষে ১৪২ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
২০০৬ - বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়। এ কেবলের সাথে বিশ্বের ১৪ টি দেশ যুক্ত রয়েছে।

জন্ম
১৯২১ - আন্দ্রে শাখারভ, সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী এবং মানবাধিকার কর্মী।

মৃত্যু
১৯১১ - উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিদ।
১৯২৬ - ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৯৯১ - রাজীব গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত