১২ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৭, ১১:৫৪

জাগরণীয়া ডেস্ক

১২ এপ্রিল, ২০১৭, বুধবার। ২৮ চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০২ তম (অধিবর্ষে ১০৩ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১২০৪ -  ক্রুসেড বাহিনীর কনস্টান্টিনেপল (ইস্তাম্বুল) দখল।
১৬৩৩ - গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু।
১৬৫৪ - স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডকে ইংল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়।
১৮৬১ - আমেরিকায় গৃহযুদ্ধ শুরু।
১৯৬১ - মানুষের প্রথম মহাশূন্যে বিচরণ: ইউরি গ্যাগারিন।
১৯৬১ - আমেরিকার প্রথম ‘শাটল নভোযান’ মহাকাশে প্রেরিত।
১৯৩২ - স্পেনে বাদশাহী শাসনের অবসান এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা।
 
জন্ম
১৮৭৫ - বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত।
১৮৮৫ - প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
১৯১৭ - হেলেন ফরেস্ট, মার্কিন গায়ক।
১৯১৭ - বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার।
 
মৃত্যু
১৯৪৫ - আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
১৯৭৫ - অভিনেতা ফতেহ লোহানী।
২০১২ - লিন্ডা কুক, মার্কিন অভিনেত্রী।
 
ছুটি ও অন্যান্য
মহাকাশে মানুষের প্রথম গমন উপলক্ষে আন্তর্জাতিকভাবে প্রতি বছর ইউরির রাত্র পালন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত