৪ এপ্রিল : ইতিহাসের এই দিনে
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৭, ১৩:২৬
৪ এপ্রিল, ২০১৭, মঙ্গলবার। ২১ চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৪ তম (অধিবর্ষে ৯৫ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৮৫০ - লস অ্যাঞ্জেলসকে শহর হিসেবে অন্তর্ভুক্তি।
১৯৩০ - পানামা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯৬৮ - আমেরিকান কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে নিহত।
১৯৭৯ - পাকিস্তানি প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভূট্টোর ফাঁসি।
জন্ম
১৯৬৫ - বিখ্যাত আমেরিকান চলচ্চিত্র অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র।
মৃত্যু
১৯৩২ - নোবেল বিজয়ী (১৯০৯) জার্মান রসায়নবিদ উইলহেম অসওয়াল্ড।
১৯৩৯ - ইরাকের দ্বিতীয় বাদশাহ গাজি বিন ফয়সাল।
১৯৪০ - অমূল্যচরণ বিদ্যাভূষণ, বাঙালি সম্পাদক, শিক্ষক ও পন্ডিত ব্যাক্তিত্ব।
১৯৭১ - প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ যোগেশচন্দ্র ঘোষ।
১৯৯০ - মোহাম্মদ জাকারিয়া, শক্তিমান বাঙালি অভিনেতা ও টেলিভিশন প্রযোজক।