২৬ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৬, ১১:১০

জাগরণীয়া ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৬, সোমবার। ১২ পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬০ তম (অধিবর্ষে ৩৬১ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৯২ - রাজদ্রোহ ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ফ্রান্সের শেষ রাজা ষোড়শ লুইয়ের বিচার নিয়ে নির্বাচন শুরু।
১৮০৫ – অস্ট্রিয়া ও ফ্রান্স প্রেসবার্গ চুক্তি সই করে। 
১৮৯৮ - পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯০৬ - বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব দ্য কেলি গ্যাং’ প্রথম প্রদর্শিত হয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
১৯৩২ - চীনের গানসুতে ভূমিকম্পে ৭০ হাজার লোকের মৃত্যু।
১৯৪৯ - বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করে।
১৯৭৬ - নেপালের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) প্রতিষ্ঠিত হয়।
 
জন্ম
১৭৯১ - চার্লস ব্যাবেজ, ইংরেজ গণিতবিদ। তাঁকে কম্পিউটারের জনক হিসাবে অভিহিত করা হয়।
১৮৯৩ - মাও সে তুং, চাইনিজ কমুনিস্ট পার্টির নেতা।
 
মৃত্যু
১৫৩০ - উপমহাদেশে মুগল সাম্ম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।
১৮৩১ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক।
১৮৬২ - জাপানি চিত্রশিল্পী কাকুজো ওকাকুরা।
১৯৭২ - হ্যারি এস. ট্রুম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত