১১ নভেম্বর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৪:০৪

জাগরণীয়া ডেস্ক
বার্লিন প্রাচীর

১১ নভেম্বর, ২০১৮, রবিবার। ২৭ কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১৫ তম (অধিবর্ষে ৩১৬তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৯৩ - শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।
১৮৬৬ - কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯১৮ - মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি বাহিনী ফ্রান্স দখল করে নেয়।
১৯৫৩ - পোলিও রোগের ভাইরাস আবিষ্কার হয়।
১৯৬৬ - এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২ তে চড়ে চারদিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।
১৯৮৯ - দুই জার্মানির বিভাজক বার্লিন প্রাচীর ভেঙে ফেলার কাজ শুরু।

জন্ম
১৭৭১ - আধুনিক কোষতত্ত্বের জনক মারি ফ্রাঁসোয়া বিশা।
১৮২১ - রুশ ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কি।
১৮৮৮ - ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ।
১৯০১ - সোভিয়েত লেখক আলেকসান্দার ফাদায়েভ।
১৯২৮ - বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও কূটনীতিবিদ হুমায়ূন রশীদ চৌধুরী।
১৯২৮ - মেক্সিকান ঔপন্যাসিক কার্লোস ফুয়েন্তেস।

মৃত্যু
১৮৫৫ - সারেন কিয়েরকেগর ডেনীয় দার্শনিক এবং তাত্ত্বিক।
১৯৯৯ - বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহ।
২০০৪ - ফিলিস্তিনির সংগ্রামী নেতা ইয়াসির আরাফাত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত