২ জুন: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০২ জুন ২০১৮, ১২:৪৭

জাগরণীয়া ডেস্ক

২ জুন ২০১৮, শনিবার; ১৯ জ্যৈষ্ঠ, ১৪২৪৫বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৩ তম (অধিবর্ষে ১৫৪ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৪৬ - রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত।
১৮৬৪ - গ্রিক সেনাবাহিনীর কর্ফু দখল।
১৮৮৯ - লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন।
১৮৯৫ - চীনের কাছ থেকে জাপান তাইওয়ানের শাসনভার বুঝে নেয়।
১৮৯৬ - বিশ্বের প্রথম বেতার যন্ত্রের নিবন্ধন করেন মার্কোনি।
১৯২০ - ইউজিন ও নিল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।
১৯২৪ - আমেরিকায় জন্মগ্রহণকারী ভারতীয়দের আমেরিকার নাগরিকত্ব লাভ।
১৯৪১ - ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।
১৯৪২ - বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল উত্তর আফ্রিকায় বৃটিশ সেনাদের উপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন।
১৯৪৬ - ইতালি প্রজতন্ত্র গঠিত হয়।
১৯৫৩ - ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক।
১৯৫৬ - যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন।
১৯৫৭ - মার্কিন টেলিভিশন ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়।
১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়।
১৯৮১ - ঢাকায় শেরেবাংলানগর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জানাজা ও দাফন।
১৯৯০ - পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি।

জন্ম
৯২৬ - জাপান সম্রাট মুরাকামি।
১৮৪০ - ব্রিটিশ ঔপন্যাসিক ও কবি টমাস হার্ডি।
১৯১৮ - মার্কিন কার্টুনিস্ট রুথ আটকিন্স।

মৃত্যু
১৮৮২ - ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি।
১৮৮৬ - রুশ নাট্যকার আলেকজান্ডার অস্ত্রোভস্কি।
১৯৬৩ - তুরস্কের খ্যাতনামা কবি নাজেম হেকমাত।
১৯৭৫ - জাপানের নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী ইসাতু সাতো।
১৯৮১ - আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত