২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৫

জাগরণীয়া ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার। ৮ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫১ তম (অধিবর্ষে ৫২ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮১১ - অস্ট্রিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করে।
১৮৬৮ - বাংলা সাপ্তাহিক হিসেবে অমৃতবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯৭৬ - সিয়াটো বা সাউথ এশিয়া ট্রিটি অরগানাইজেশন ভেঙে দেওয়া হয়।
১৯৭৬ -একুশে পদক প্রবর্তন।
১৯৮৬ - ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে যুক্তরাজ্য এবং ফ্রান্সের মধ্যে স্থলপথে যোগাযোগের পরিকল্পনা ঘোষণা।

জন্ম
১৯০১ - মোহাম্মদ নগীব, মিশরের বিপ্লবী নেতা এবং প্রথম প্রেসিডেন্ট।
১৯০৩ - অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা, গীতিকার ও গায়ক, চারণকবি বিজয় সরকার।
১৯৫১ - গর্ডন ব্রাউন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
১৯৮৬ - নুসরাত ইমরোজ তিশা, বাংলাদেশের অভিনেত্রী।

মৃত্যু
১৭০৭ - সম্রাট আওরঙ্গজেব।
১৯৫০ - শরৎচন্দ্র বসু, ‘অখণ্ড স্বাধীন বাংলা’ আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও নেতাজী সুভাষ বসুর অগ্রজ।
১৯৮৬ - ডা. নীহারঞ্জন গুপ্ত, সাহিত্যিক ও চিকিৎসক।
২০১২ - ফয়েজ আহমেদ, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত