নয় হাজার বছর আগের অষ্টাদশী! (ভিডিও)

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ১৫:৪৬

জাগরণীয়া ডেস্ক

ছবিতে যে অষ্টাদশী তরুণী দেখছেন তিনি প্রায় নয় হাজার বছর আগে পৃথিবীতে বিচরণ করতেন। গবেষকরা সম্প্রতি আধুনিক প্রযুক্তির সহায়তায় তার মুখের চেহারা নতুন করে তৈরি করেছেন। তরুণীর নাম দেওয়া হয়েছে ডন। তাকে এখন এথেন্সের অ্যাক্রেপোলিস জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

১৯৯৩ সালে গ্রিসের থিওপেট্টা গুহা থেকে পাওয়া যায় তার কিছু হাড়গোড়। সেগুলোকে সাজিয়েই পাওয়া যায় ডনের অবয়ব।

মেসেলিথিক যুগের এই তরুণীকে আবার তার পুরনো রূপে ফিরিয়ে আনার উদ্দেশ্য নয় হাজার বছর আগে পুরুষ ও নারী দেখতে ঠিক কেমন ছিল তা দেখার চেষ্টা।

এতে একটা বিষয় পরিষ্কার যে, মানুষের বর্তমান চেহারার সঙ্গে সে সময়কার চেহারার খুব একটা পার্থক্য ছিল না। তবে সে সময় মানুষ ফলমূল বা কাঁচা মাংস খেত। তাই চোয়ালটা একটু বড়, মুখটা একটু রাগী দেখাচ্ছে।

কেন মাত্র ১৮ বছর বয়সেই মৃত্যু হয়েছিল ডনের? গবেষকরা বিশ্লেষণ করে জানিয়েছেন, তার রক্তস্বল্পতা ও স্কার্ভি রোগ ছিল। এছাড়া তার নিতম্ব এবং হাঁটুর সমস্যা ছিল। এতে ঘুরে বেড়াতে অসুবিধা হতো তার। এই সমস্যাই হয়ত তার মৃত্যুর কারণ।

বিজ্ঞানীরা ধারণা করছেন তার বয়স ১৫ থেকে ১৮ হবে। সিটিস্ক্যান এবং থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তার ডিজিটাল মডেল তৈরি করা হয়। এরপর সিলিকন দিয়ে তার মডেল বানানো হয়।

ভিডিওতে দেখুন আরো কিছু তথ্য
 

সূত্র: লাইভ সায়েন্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত