২৬ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৮, ১৫:৩০

জাগরণীয়া ডেস্ক

২৬ জানুয়ারি ২০১৮, শুক্রবার। ১৩ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬ তম (অধিবর্ষে ২৭ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫৩১ - পর্তুগালে লিসবন শহরে ভূমিকম্প আঘাত করে। তাতে প্রায় এক হাজার লোক মারা যায়।
১৮৪১ - হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।
১৯৩০ – ভারতের স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করে।
১৯৬৫ - হিন্দি ভারতের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হয়।
১৫৬৫ - বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়।
১৯৩০ - ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করে।
১৯৫০ - ভারতের সংবিধান কার্যকরী হয়। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এ দিনটি ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
১৯৬৫ - হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।
১৯৮২ - তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।
১৯৮৬ - ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।
২০০১ - বিধ্বংসী ভূমিকম্পে গুজরাটে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়।
২০০৪ -  হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

জন্ম
১৮৫০ - এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক ও সমাজতন্ত্রী।
১৮৮৪ - এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯১৮ - রুমানীয় নেতা নিকালোই চসেস্কু।
১৯৬৩ – হোসে মোরিনহো, পর্তুগিজ ফুটবল ম্যানেজার ও সাবেক ফুটবল খেলোয়াড়। 

মৃত্যু
১৮২৩ - বসন্তের টিকা আবিষ্কারক ইংরেজ চিকিৎসক এ্যাডওয়ার্ড জেনার।
১৯৬৯ - অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্ম সংস্কারক।
২০১৪ - হোসে এমিলিও পাচেকো, মেক্সিকান কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক।

ছুটি ও অন্যান্য
ভারতীয় প্রজাতন্ত্র দিবস (১৯৫০)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত