ডলি বেগম: কানাডার প্রাদেশিক নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী

প্রকাশ : ০৩ জুন ২০১৮, ২০:০৭

জাগরণীয়া ডেস্ক

কানাডার প্রাদেশিক সরকারের নির্বাচনে এমপিপি পদে প্রথম বাংলাদেশি নারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডলি বেগম। তিনি টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনে প্রার্থী হয়েছেন।

কানাডার তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এনডিপি থেকে মনোনয়ন পেয়েছেন ডলি বেগম এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। 

ডলি বেগম তার বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরেন। বিশেষ করে কীভাবে কমিউনিটির জন্য কাজ করতে চান তার বর্ণনা দেন। নির্বাচনী প্রচারে বাংলাদেশিসহ সকল কমিউনিটির সদস্যদের তার পাশে থাকার জন্য আহবান জানান। তিনি জানান, আমি প্রত্যাশা করি নারী  এবং নতুন প্রজন্ম আমাকে ভোট দিবে। তাই বিজয়ের সম্ফভাবনাও আমি বেশি দেখছি।

উল্লেখ্য, কানাডায় ভারতীয়, পাকিস্তানি, আফগানি নারী সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু বাংলাদেশি হয়নি। এবার হবার সম্ভাবনা তৈরি হয়েছে। ডলি জিতলে একদিকে কানাডার ইতিহাস, অন্যদিকে বাংলাদেশের ইতিহাসও গৌরবোজ্জ্বল হবে।

ইতিমধ্যে ডলির নির্বাচনী এলাকা টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট’এর অধিবাসী ছাড়াও প্রবাসী বাঙালিরা এবং বাংলা মিডিয়াগুলোও ডলির প্রতি সমর্থন জানাচ্ছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত