প্রথম নারী ট্রেনচালক সালমা খাতুন

প্রকাশ : ২১ মে ২০১৬, ১৮:৪৩

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক সালমা খাতুন। আট বছর আগে ২০০৪ সালের ৮ মার্চ চাকরিতে যোগ দেন খাতুন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ভূঞাপুরের অর্জুনাগ্রামে। সালমা খাতুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।

রেল চালক হিসেবে নিয়োগের পর টানা দু’বছর সালমা চট্টগ্রামের হালিশহর প্রশিক্ষণ একাডেমী, পাহাড়তলী ও ঢাকালোকোমোটিভ শেডসহ বিভিন্ন ওয়ার্কশপে হাতে-কলমে শিক্ষা নেন। দুই বছরের প্রশিক্ষণশেষে ঢাকা লোকোমোটিভ বিভাগে যোগ দেন।

২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি প্রথম ট্রেন চালান। রুট ছিল লাকসাম-নোয়াখালী।

এ কাজ করতে গিয়ে সালমাকে অনেক স্থানে অদ্ভুত অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে। ২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারি নোয়াখালী থেকে ফিরছিলেন। রাত ৮টা বেজে যায় নোয়াখালীতেই। জানাজানি হয় ট্রেনে নারী চালক রয়েছেন। সোনাইমুড়ী স্টেশনে আসতেই ভিড় করে লোকজন। সালমা ট্রেন থামিয়ে সবার সঙ্গে কথা বলেন। এমন আরো অনেক সুখকর অভিজ্ঞতা রয়েছে তার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত