পুরস্কার দিয়ে পরিবেশ সচেতনতা সম্ভব নয়: গ্রেটা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৯, ১৪:৪৩
নরডিক কাউন্সিলের দেওয়া পরিবেশ বিষয়ক একটি মর্যদাপূর্ণ পুরস্কার ফিরিয়ে দিয়েছেন পরিবেশ আন্দোলনের উদ্যোক্তা গ্রেটা থানবার্গ।
সুইডেনের এই পরিবেশ আন্দোলনকর্মী বলেন, পরিবেশ আন্দোলনের কোনো পুরস্কারের প্রয়োজন নেই। পুরস্কার দিয়ে সচেতনতা আনা যায় না। বরং রাজনীতিক এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের বর্তমান এবং সর্বাধুনিক বিজ্ঞানের কথা শোনা প্রয়োজন।
পরিবেশ সচেতক কর্মী গ্রেটাকে তাঁর ‘ফ্রাইডেস ফর ফিউচার’ অভিযানের জন্য এবছর এই বিশেষ সম্মান দেওয়ার আয়োজন করে নর্ডিক কাউন্সিল। স্টকহোমে আয়োজিত এই অনুষ্ঠানে এসে একথা জানান গ্রেটা।
মাত্র ১৬ বছর বয়সে গ্রেটা থানবার্গ ২০১৮ সালের আগস্টে প্রতি শুক্রবার সুইডেনের পার্লামেন্টের সামনে একটি প্লাকার্ড নিয়ে অবস্থান করতেন। ওই প্লাকার্ডে লেখা ছিল, ‘পরিবেশের জন্য স্কুলে ধর্মঘট।’ তার এই অভিযানে সাড়া দিয়েছেন বিশ্বের কয়েক লাখ মানুষ।
উল্লেখ্য, নরওয়ে এবং সুইডেন উভয় দেশই প্রতি বছর যৌথভাবে এ বার্ষিক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।