ক্ষতিকর বায়ুর তালিকায় ঢাকা পঞ্চম

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮

জাগরণীয়া ডেস্ক

মানুষের বসবাসের যোগ্য বায়ুর অবস্থা নির্ণয়ে যুক্তরাষ্ট্রের পরিবেশ বিশেষজ্ঞরা তৈরি করেছেন ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই)। এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব বায়ুকে তারা ছয়টি বিভাগে ভাগ করেছেন। তন্মধ্যে ‘এয়ার ভিজ্যুয়াল ইনডেক্স’ অনুযায়ী খারাপ বায়ুর দিক দিয়ে ২০ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্বে পঞ্চম স্থানে অবস্থান করছে ঢাকা।

সূচক অনুসারে, বুধবার রিয়েল টাইম র‌্যাংঙ্কিংয়ে ১৬৪ স্কোরের জন্য ঢাকার বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এর আগে মঙ্গলবার একই সূচকে ৩৬১ স্কোর পেয়ে কিছু সময়ের জন্য ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত হয়ে বায়ুদূষণের শীর্ষে ছিল ঢাকা। 

তালিকায় ১৭৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের মুম্বাই। তারপরেই রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচি ও নেপালের কাঠমান্ডু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত