অ্যান্টার্কটিকার বরফের নিচে আরো ১০০ আগ্নেয়গিরির সন্ধান!

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৭, ১৬:৪০

জাগরণীয়া ডেস্ক

বরফে আবৃত মহাদেশ অ্যান্টার্কটিকার বরফের নিচে আরো অন্তত ৯১টি আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই আবিষ্কার করেছেন। এর আগে গত এক শ বছরে ৪৭টি আগ্নেয়গিরি শনাক্ত করা গেছে। স্যাটেলাইট চিত্র ব্যবহার করে গবেষকরা এই আগ্নেয়গিরিগুলো শনাক্ত করেন।

গবেষকরা আশঙ্কা করছেন এসব আগ্নেয়গিরি থেকে লাভার উদগীরণ হলে অ্যান্টার্কটিকার বরফ গলার গতি আরো ত্বরান্বিত হবে।

আগ্নেয়গিরিগুলোর চুড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০-৪০০০ মিটার পর্যন্ত। এই আগ্নেয়গিরিগুলোর অবস্থান পশ্চিম অ্যান্টার্কটিকায়। এর আগে একাধারে সর্বাধিক আগ্নেয়গিরির অঞ্চল ছিল পূর্ব আফ্রিকায়। যেখানে নিরাগাঙ্গো, কিলিমাঞ্জারো এবং লোঙোনোটের মতো আগ্নেয়গিরির অবস্থান রয়েছে। কিন্তু অ্যান্টার্কাটিকার নব আবিষ্কৃত এই অঞ্চল এবার বিশ্বের সবচেয়ে ঘন আগ্নেয়গিরির অঞ্চল হিসেবে স্বীকৃতি পাবে।

সবগুলো আগ্নেয়গিরিই বরফে আবৃত।

কোনো কোনোটি ৪ কিলোমিটার পুরু বরফের নিচে ঢাকা পড়েছে।
রস আইসশেলফ এর নিচে ঢাকা পড়া সমুদ্রের ওই অঞ্চলে আরো বহুসংখ্যক আগ্নেয়গিরি থাকতে পারে বরে বিজ্ঞানীদের ধারণা। সুতরাং এটিই বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সক্রিয় আগ্নেয়গিরির অঞ্চল হতে পারে। 

সূত্র: স্কাই নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত