আমি ভাষা হারিয়ে ফেলেছি: অ্যারিয়ানা
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৮:৫৬
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইউরোপের সবচেয়ে বড় অ্যারেনায় গাইতে এসেছিলেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী অ্যারিয়ানা গ্রান্ডে। ২২ মে (সোমবার) রাতে অনুষ্ঠিত ওই কনসার্টে গান গেয়ে অ্যারিয়ানা যেই মঞ্চ ত্যাগ করেছেন, তখনই বিকট শব্দে বিস্ফোরিত হলো একটি বোমা। একটুর জন্য প্রাণে বাঁচলেন তিনি। তবে ততক্ষণে নিহত হয়েছে ১৯ জন। আর আহত হয়েছেন অন্তত ৫০ জন।
হামলার ঘটনায় প্রাণে বাঁচলেও, মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন অ্যারিয়ানা গ্রান্ডে।
২৩ মে (মঙ্গলবার) সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘ভেঙে পড়েছি। আমার হৃদয় থেকে আমি অনেক দুঃখিত। ভাষায় প্রকাশ করতে পারছি না।’ ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর এই টুইট করেন অ্যারিয়ানা।
বিভিন্ন কনসার্টে অংশ নিতে ইউরোপ সফরে এসেছিলেন আরিয়ানা। এরমধ্যেই তিনি বার্মিংহাম ও ডাবলিনে গান গেয়েছেন। এ ছাড়া আগামি ২৪ মে বুধ ও ২৫ মে বৃহস্পতিবার লন্ডনে তার গান গাওয়ার কথা ছিল।
এদিকে কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে, এই ঘটনার পর অ্যারিয়ানা তার ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করেছেন।
সূত্র: এএফপি ও দ্য টেলিগ্রাফ