প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র

প্রকাশ : ২৬ জুন ২০১৬, ১৪:০৩

জাগরণীয়া ডেস্ক

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতার জীবনী নিয়ে নির্মাণ হতে চলেছে চলচ্চিত্র। ‘প্রীতিলতা’ নামে চলচ্চিত্রটি গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে নির্মাণ করবেন তরুণ নির্মাতা রশিদ পলাশ। এই ছবির কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন আন্তর্জাতিক ফ্যাশন আইকন বিবি রাসেল। ছবির অভিনয়শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চলছে।

এরইমধ্যে ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে রুচিশীল ও গল্প প্রধান চলচ্চিত্রের দর্শকদের মাঝে।

চলচ্চিত্রটির নির্মাণ কাজে সহযোগিতা দিতে এবার এর সঙ্গে যুক্ত হল প্রীতিলতা ট্রাস্ট। প্রীতিলতার জীবনের নানান তথ্য উপাথ্য এবং রেফারেন্স দিয়ে প্রতিষ্ঠানটি চলচ্চিত্র টিমকে সহযোগিতা করবে বলে জানান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ চক্রবর্তী।

অন্যদিকে ‘প্রীতিলতা’ ছবির নির্বাহী প্রযোজক রঞ্জু চৌধুরী জানান, ‘ছবিটি থেকে যে আয় হবে তার দশ ভাগ প্রীতিলতা ট্রাস্টের উন্নয়ন কাজে দান করা হবে। এবং প্রীতিলতার জন্মস্থান ধলঘাটে ছবিটির একটি প্রিমিয়ার হবে যার আয়োজন করবে প্রীতিলতা ট্রাস্ট।’

ট্রাস্টের সভাপতি পঙ্কজ চক্রবর্তী বলেন, ‘এরকম একটি কাজ হতে যাচ্ছে আমি প্রথমে শুনেই দারুণ খুশি হয়েছি। এই কাজটির সঙ্গে আমাদের প্রতিষ্ঠান থাকতে পেরে আনন্দিত। আমাদের পক্ষে যেটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করবো। আমরা চাই প্রীতিলতা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকুক।’

চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক রশিদ পলাশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত