অস্কারে সেরা অ্যানিমেশন ‘জুটোপিয়া’ ও ‘পাইপার’
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২০
জাগরণীয়া ডেস্ক
বাংলাদেশ সময় ২৭ ফেব্রুয়ারি (সোমবার) ভোর ছয়টা থেকে ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের আয়োজন শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে তারকায় ঝলমলে লালগালিচা পর্বের পর মূল আয়োজন শুরু হয়।
বছরের সেরা অ্যানিমেশন ছবিগুলোকে অস্কারে দুটো বিভাগে পুরস্কৃত করা হয়। এর মধ্যে একটি বিভাগের নাম সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি। অন্যটি সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি। এ বছর প্রথম বিভাগটিতে সেরা হয়েছে ‘জুটোপিয়া’ আর দ্বিতীয়টিতে সেরা ‘পাইপার’।
সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবির বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘মোয়ানা’, ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’, ‘মাই লাইফ অ্যাজ আ জুকিনি’, ‘দ্য রেড টার্টাল’ ও ‘জুটোপিয়া’।
সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি বিভাগে লড়াই করছে ‘ব্লাইন্ড ভায়সা’, ‘বরোড টাইম’, ‘পিয়ার সিডার অ্যান্ড সিগারেট’, ‘পার্ল’ ও ‘পাইপার’ ছবিগুলো।