‘ডুব’ নিষেধাজ্ঞায় তিশার ক্ষোভ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৮

জাগরণীয়া ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনীত আলোচিত ছবি ‘ডুব’ মুক্তিতে জটিলতা তৈরি হয়েছে। ছবিটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

১৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে তিশার ফেসবুক নিজের পাতায় ছবিটির নিষেধাজ্ঞা নিয়ে এক মন্তব্য লিখেছেন, ডুব চলচ্চিত্রের অনাপত্তিপত্র স্থগিতের তীব্র নিন্দা জানাই। এই সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করে ছবিটি মুক্তির জোর দাবি জানাই। 

সেন্সরোর্ডের আগে যৌথ প্রযোজনার ছবিটি দেখেছে প্রিভিউ কমিটি। তারা প্রথমে অনাপত্তিপত্র দিলেও পরে সেটা স্থগিত করেন। এর ফলে ছবিটির মুক্তি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। সময়ই বলে দেবে এ স্থগিতাদেশ কতদিন পর্যন্ত থাকবে।

জাজ মাল্টিমিডিয়া, কলকাতার এসকে মুভিজ ও ইরফান খান প্রযোজিত বড় বাজেটের ‘ডুব’ নিয়ে আলোচনা চলছে শুরু থেকেই। এটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে ইরফানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফারুকীর স্ত্রী তিশা।

অন্যদিকে ‘ডুব’-এ প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনী ‘আপত্তিকরভাবে’ তুলে ধরা হয়েছে বলে সেন্সরবোর্ডকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন মেহের আফরোজ শাওন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত