অন্তঃসত্ত্বা অবস্থায়ও শ্যুটিং ফ্লোরে কারিনা!

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৬, ১৬:৫৯

জাগরণীয়া ডেস্ক

অন্তঃসত্ত্বা অবস্থায় যেভাবে শ্যুটিং করে, র‍্যাম্পে হেঁটে, বিভিন্ন ফটোশ্যুট করলেন কারিনা কাপুর খান, তা এরমধ্যেই নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এই ডিসেম্বরে কারিনা-সাইফ আলি খানের প্রথম সন্তান আগমনের কথা। এখনও পর্যন্ত একদিনও মাতৃত্বকালীন ছুটি নেননি বেবো। 

তাঁর এই কাজের প্রতি ভালবাসা দেখে অনেক সময়ই স্বামী সাইফ নাকি তাঁকে মজা করে বলেন, তাঁদের সন্তান হয়তো মেহেবুব স্টুডিওতেই জন্মাবে, মন্তব্য কারিনার। এমনকি কারিনা জানিয়েছেন, কারও অবাক হওয়ার কিছু নেই, যদি কেউ দেখেন তিনি হাসপাতাল থেকে সোজা শ্যুটিং ফ্লোরে ফিরেছেন।

প্রসঙ্গত, কারিনা জানিয়েও দিয়েছেন, সবকিছু ঠিক থাকলে, সন্তান হওয়ার একমাসের মধ্যেই ফের তিনি কাজে ফিরবেন।

এখন আট মাস চলছে বেবোর। সম্প্রতি এই অবস্থায় একটি নজর কাড়া ফটোশ্যুটোও করেছেন তিনি। তাঁর বন্ধুরা এবং পরিবারের সদস্যরা তাঁকে একাধিকবার একটু বিশ্রাম নিতে বলেছেন। কাজের পরিমাণও কমিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু কারিনা কারও কথাই শোনেননি।

এদিকে গুজব ছিল কারিনা-সাইফ তাঁদের সন্তানের লিঙ্গ নির্ধারণও করেছেন। এ বিষয় বেবো জানিয়েছেন, এমন কোনও পরীক্ষাই তাঁরা কখনও করেননি। যে আসবে সেই তাঁদের কাছে ভীষণ আদরের হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত