৩২ বছর পর সুবর্ণার সাথে আসাদ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৭:৫৭

জাগরণীয়া ডেস্ক

বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ছবির মধ্য দিয়ে ৩২ বছর পর আবার একসাথে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন নন্দিত দুই অভিনয় শিল্পী রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। 

‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘সুরুজ মিঞা’ ও ‘নয়নের আলো’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে একসাথে কাজ করেছেন তারা। তারপর দীর্ঘ বিরতি। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ। এতে আসাদ অভিনয় করবেন লতিফ নামের এক পরিবারের কর্তাব্যক্তির চরিত্রে। অন্যদিকে আসমা নামের মধ্য বয়স্ক এক নারীর চরিত্রে দেখা যাবে সুবর্ণাকে।

রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে গিয়ে সুবর্ণার সঙ্গে সম্পর্ক যেমন দৃঢ় হয়েছে তেমনি কাজের ক্ষেত্রে আমাদের বোঝা-পড়াটাও ভালো। সুবর্ণাকে সহশিল্পী হিসেবে পাওয়া তাই সত্যিই আনন্দের। অন্যদিকে সৌদের ভিন্ন ধাঁচের গল্প, নির্মাণের পেছনের যে নিষ্ঠা তা থেকে ভালো কিছু হবে বলে আমার বিশ্বাস।’

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘মঞ্চে অভিনয় করতে গিয়ে আসাদের সঙ্গে বন্ধুত্ব। এরপর অনেক টিভি নাটক ও টেলিছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছি। বড় পর্দায় তা অব্যাহত থাকবে বলে আমার ধারণা।’ 

ডিসেম্বরে ‘গহীন বালুচর’ ছবির নির্মাণ শুরু হবে বলে জানান নির্মাতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত