রোষাণলের শিকার ভারতের অভিনেত্রী
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৬, ১২:৫৮
ভারতের অভিনেত্রী ও মডেল রম্যা এবার ভক্তদের রোষাণলের শিকার হলেন।
প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করের মন্তব্যের বিরোধিতা করে বিপাকে আগেই পড়েছিলেন৷ এবার দেশদ্রোহিতার অভিযোগে রম্যার গাড়ি লক্ষ্য করে পঁচা ডিম ছুড়ল বিক্ষোভকারীরা৷ প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং কন্নড় অভিনেত্রী রম্যাকে হেনস্থা হতে হল মেঙ্গালুরু বিমানবন্দরে। ডিম, পঁচা সব্জিও তার দিকে ছোঁড়া হয়। দেখানো হয় কালো পতাকা।
ভারতের দক্ষিণের এই অভিনেত্রীর রাজনীতিকে সরব রয়েছেন। তিনি কংগ্রেসের প্রাক্তন সদস্য।
মানবিক হয়ে তিনি জানিয়েছিলেন, পাকিস্তান নরক নয়। সেখানকার অধিবাসীরাও এ দেশের মানুষের মতোই সাধারণ মানুষ। তার এ মন্তব্য সামনে আসার পরই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ জমা হতে থাকে। এমন কী দেশদ্রোহিতার মামলাও রুজু করা হয়। এবার আর এক বিপাকে পড়লেন কন্নড় অভিনেত্রী। ম্যাঙ্গালুরুতে তার গাড়ি লক্ষ্য করে পঁচা ডিম ছুঁড়ল প্রতিবাদীরা।
এদিকে পাকিস্তানকে ‘নরক’ বলার বিরোধিতা করে নিজের মন্তব্যে অনড় ছিলেন এই অভিনেত্রী। ক্ষমা চাইতেও অস্বীকার করেছিলেন। এরপরই এরকম বিক্ষোভের মুখোমুখি হতে হল তাঁকে। এদিন ম্যাঙ্গালুরুতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। তখনই তার কনভয় লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে বিক্ষোভকারীরা।