বিয়ের বন্ধনে আবদ্ধ মাহিয়া মাহি
প্রকাশ : ২৫ মে ২০১৬, ১২:৫৪
এতদিনের কানাঘুষা পেছনে রেখেই অনেকটা চুপিসারে বিয়ে করতে চলেছেন ঢালিউডের অন্যতম নায়িকা মাহিয়া মাহি। কোনো ঢাকঢোল পেটানো ছাড়াই বুধবার (২৫ মে) আক্দ সেরে নেবেন ঢালিউডের এ অভিনেত্রী।
জানা গেছে, ঢাকার উত্তরায় নিজের বাড়িতে একেবারে ঘরোয়া পরিবেশে এ অনুষ্ঠান সেরে নেবেন মাহি। এতে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত থাকবেন।
কিন্তু পাত্র কে? কি নাম? কি করেন? সবার মনে আসছে এমন হাজারো প্রশ্ন। মঙ্গলবার (২৪ মে) পাত্রী নিজেই নাম জানালেন তাঁর ‘বেটার হাফ’ এর বিষয়ে। নাম পারভেজ মাহমুদ, ডাকনাম অপু। যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে এসে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তিনি।
বুধবার (২৫ মে) সকালে মাহির উত্তরার বাসায় প্রথমে বাগদান ও এরপর আক্দ অনুষ্ঠিত হবে। সকালের আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় থাকবে একটি ছোট্ট আনুষ্ঠান। সেখানেই সবার সাথে আনুষ্ঠানিক পরিচয় ঘটবে এ নব দম্পতির।
জানা গেছে, জুলাই মাসের শেষের দিকে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে মাহির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মাহি জানায়, সম্পূর্ণ পারিবারিক পছন্দ মতেই জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন তাঁরা।
মাহি ও পারভেজ এর নতুন জীবনের শুভ যাত্রায় অনেক শুভ কামনা।
উল্লেখ্য, বছর তিনেক আগে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে অভিষেক ঘটে মাহিয়া শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি’র। প্রথম ছবি ‘ভালোবাসার রং’ দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে তিনি সমানতালে কাজ করে গেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ‘অন্য রকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালবাসা’, ‘অগ্নি’, ‘দেশা-দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’, ‘অনেক দামে কেনা’, ‘কৃষ্ণপক্ষ’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’। সামনে ঢাকা ‘অ্যাটাক’ নামে তাঁর আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। সামনে কাজ শুরু করবেন ‘হারজিত’ সিনেমার। এতে মাহি অভিনয় করবেন সজলের বিপরীতে।