অভিনেত্রী শ্রাবন্তীর বিয়ের ছবি প্রকাশ
প্রকাশ : ০১ মে ২০১৯, ১৪:৪৭
জাগরণীয়া ডেস্ক
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও রোশান সিংহের বিয়ের ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছে।
বিয়ের ১২দিন পর গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) শ্রাবন্তীর স্বামী রোশান নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন যা রীতিমত ভাইরাল এখন। পোস্টের নিচে সমালোচনা থাকলেও শুভেচ্ছা বন্যায় ভাসিয়ে দিচ্ছেন ফলোয়ার ও ভক্তকূল।
গত ১৯ এপ্রিল ঘরোয়া পরিবেশে রোশান সিংহের সঙ্গে গাঁটছাড়া হন অভিনেত্রী শ্রাবন্তী। কলকাতার গণমাধ্যমে শ্রাবন্তী জানান, মিডিয়ার বিবিধ আলোচনা সমালোচনা এড়াতেই কলকাতা ছেড়ে চন্ডিগড়ে স্বামীর বাড়িতে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।
তিনি আরও বলেন, প্রায় একবছর সম্পর্কের পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমানে তারা কলকাতায় আছেন। নতুন অ্যাপার্টমেন্ট নিয়েছেন।