সন্তানকে হারালেন ন্যান্সি
প্রকাশ : ২৪ মে ২০১৬, ০০:৩৮
গত ৪ মে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সংসারে কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তার তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের ১৭ দিন পরে ন্যান্সির কোল খালি করে চিরতরে বিদায় নিলো আলিনা।
বিশ্ব মা দিবসের আগে তৃতীয় কন্যা আলিনার জন্ম দেন ন্যান্সি। আবারও মা হওয়ার অনূভুতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছিলেন, “আমার মনে হয়না এমন অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা কোন মায়ের পক্ষে সম্ভব। আমার এই আনন্দটুকু কোন ভাষায় প্রকাশ করার মতো নয়।”
কিন্তু ন্যান্সির সকল আনন্দকে শোকে পরিণত করে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মারা যায় আলিনা।
এই ব্যাপারে ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদ জানান, “আলিনার জন্মের কয়েক দিন পরে থেকেই আলিনার শরীরের নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। মূলত ওর ব্লাড ইনফেকশন ছিলো। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সংক্রমণ আলিনার শরীরে দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকার একটি বেসরকারী হাসপাতালে আলিনাকে ভর্তি করেছিলাম। তাকে ইনটেনসিভ কেয়ারে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছিলো। মাঝে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তার দেহে দুটি অস্ত্রোপচার করা হয়। কিন্তু আমাদের ভাগ্য খারাপ।”
আলিনার মৃত্যুর পরে সকালেই ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়ে যানতার পরিবার। সেখানে বিকেলে বাদ আছর জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে আলিনাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।