এবার কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় বলি তারকা কঙ্গনা
প্রকাশ : ১২ জুন ২০১৮, ২১:২৬
জাগরণীয়া ডেস্ক
বলিউড কুইন হিসেবে খ্যাত কঙ্গনা রানাউত চলচ্চিত্রে নিজের চরিত্রের বৈচিত্র্যের মধ্য দিয়ে সুনাম কুড়িয়েছেন, কেড়েছেন সমালোচকদের নজরও।
'তনু ওয়েডস মনু' খ্যাত এই তারকা এবার একজন কাবাডি খেলোয়ার হিসেবে পর্দায় আসবেন। গণমাধ্যম মিড ডে বিষয়টি নিশ্চিত করে জানায়, 'বারিলি কি বরফি'র পরিচালক আশ্বিনী আয়ার তিওয়ারির পরবর্তী স্পোর্টস ড্রামাতে আসছেন কঙ্গনা রানাউত। ইতিমধ্যেই একজন কাবাডি কোচ খোঁজা শুরু করেছেন পরিচালক। আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ছবিটির শুটিং হবে। তবে ছবিটির নাম এখনো ঠিক হয়নি।
বলিউড অ্যাক্টিং পাওয়ারহাউস কঙ্গনা বর্তমানে 'মেন্টাল হ্যায় কেয়া'র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।