নারীর অধিকার সচেতনতার নাটক ‘মেঘমুখী তুমি সূর্যমুখী হও’

প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ১৫:৪১

জাগরণীয়া ডেস্ক

নারীর অধিকার ও শিশু অবমাননার প্রসঙ্গ নিয়ে সচেতনধর্মী নাটক ‘মেঘমুখী তুমি সূর্যমুখী হও’। গল্পকার জিনাত আরা'র গল্প থেকে নাটকটির চিত্রনাট্য করেছেন ইফফাত আরেফিন তন্বী আর নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধূরী।

নাটকটিতে অনেকদিন পর পর্দায় একসঙ্গে কাজ করেছেন নব্বই দশকের টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ ও  নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। 

এ প্রসঙ্গে নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার বলেন, এই নাটকে আমি যে চরিত্রে কাজ করেছি যা একজন শিল্পীকে দীর্ঘদিন দর্শকের মাঝে বাঁচিয়ে রাখে।

বিজরী বরকতউল্লাহ বলেন, নাটকের চিত্রনাট্যটি বেশ ভালো। তাছাড়া অনেকদিন পর পুরনো সহকর্মীদের সঙ্গে কাজ করার চমৎকার অভিজ্ঞতা।

এ নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাজ্জাদ হোসেন, মেঘলা, বরষা এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তাজিন আহমেদ। আগামি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুপুর ১টা ১০ মিনিটে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলাতে নাটকটি প্রচারিত হবে এবং রাত ১টা ১০ মিনিটে তা পূর্নপ্রচার করা হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত