বাফটা অ্যাওয়ার্ডে সেরা ‘থ্রি বিলবোর্ডস’

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৫

জাগরণীয়া ডেস্ক

ব্রিটিশ একাডেমি অব ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ডসে (বাফটা) ৫ টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে মার্টিন ম্যাকডোনাহ পরিচালিত ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’। এ মুভির ঘরে উঠেছে সেরা চলচ্চিত্র, সেরা আউটস্ট্যান্ডিং ব্রিটিশ চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা অরিজিনাল স্ক্রিন প্লে। 

‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ এর পরিচালক মার্টিন ম্যাকডোনাহ পুরস্কার নিতে এসে বলেন, অনেক সময় ক্ষোভ দিয়ে অনেককিছু বদলানো যায়। এ ছবিটি বিভিন্ন দিক দিয়ে একটি আশাবাদী ছবি আবার একই সাথে এ চলচ্চিত্রটি ক্ষোভেরও। আমি কৃতার্থ যে বাফটা সে বিষয়টি ধরতে পেরে আমাদের পুরস্কৃত করলেন।

এছাড়া ৩ টি পুরস্কার জিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য শেইপ অব ওয়াটার’। দুটি পুরস্কার জিতেছে ‘ডার্কেস্ট আওয়ার’।

১৮ ফেব্রুয়ারি (রবিবার) লন্ডনের রয়াল আলবার্ট হলে এই পুরস্কার প্রদান করা হয়।

একনজরে বাফটা অ্যাওয়ার্ড জয়ীরা:

সেরা চলচ্চিত্র: থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

আউটস্ট্যান্ডিং ব্রিটিশ চলচ্চিত্র: থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

সেরা পরিচালক: গিলেরমো ডেল টোরো (শেইপ অব ওয়াটার)

সেরা অভিনেতা: গেরি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)

সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাক ডরম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসন জেনি (আই, টনিয়া)

সেরা পার্শ্ব অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

সেরা সিনেমাটোগ্রাফি: রজার ডিকিনস (ব্লেড রানার ২০৪৯)

সেরা অরিজিনাল স্ক্রিন-প্লে: মার্টিন ম্যাক ডোনা (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র: কোকো

সেরা সংগীত: দ্য শেইপ অব ওয়াটার

সেরা প্রোডাকশন ডিজাইন: শেইপ অব ওয়াটার

সেরা সাজসজ্জা: ডার্কেস্ট আওয়ার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত