হলিউডে লিঙ্গ বৈষম্যে সোচ্চার প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪১

জাগরণীয়া ডেস্ক

বলিউড ছেড়ে হলিউডে পা রেখেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। শুরুটা ভালোই করেছেন। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’‍, হলিউড ফিল্ম ‘‍বেওয়াচ’‍-এ ইতোমধ্যেই কাজ করে বেশ সাফল্য পেয়েছে। তবে অভিনয়ের পাশাপাশি এবার হলিউডে লিঙ্গ বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। 

সম্প্রতি টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ‌যোগ দিয়ে প্রিয়াঙ্কা বলেন, তিনি হলিউডে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন। যাতে নারীরা পুরুষদের মতই হলিউডে বড় ও গুরুত্বপূর্ণ চরিত্র পান। তারা ‌যে লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হয়েছেন, তা ‌যেন পরবর্তী প্রজন্মের অভিনেত্রীদের না হতে হয়।

তিনি বলেন, এই প্রথম হলিউডে নারী কেন্দ্রীয় সুপার হিরো ফিল্ম ‘ওয়ান্ডার ওম্যান’‍ তৈরি হতে যাচ্ছে। যার পরিচালকও একজন নারী। এমনকি এখনও প‌র্যন্ত একজন নারী একাডেমি পুরস্কার পেয়েছেন। আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে।

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে নারীরা গুরুত্ব পাওয়ায় তিনি খুশি বলেও জানান। পুরুষদের পাশাপাশি নারীরা হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বৈষম্যহীনভাবে জায়গা করে নেবে এটাই তার প্রত্যাশা। 

সূত্র: জি-নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত