বাজেট ২০১৭-১৮: আড়াই লাখ কোটি টাকা যোগান দেবে এনবিআর

প্রকাশ : ০১ জুন ২০১৭, ২১:০৪

জাগরণীয়া ডেস্ক

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যোগান দেবে প্রায় আড়াই লাখ কোটি টাকা। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ঘোষিত বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দুই লাখ ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে যোগান দিতে হবে দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। ভ্যাট থেকে সংগ্রহ করা হবে ৮৭ হাজার ৮৮৭ কোটি টাকা, আয়কর খাত থেকে আসবে ৮৬ হাজার ৮৬৭ কোটি টাকা এবং শুল্ক খাত থেকে আসবে ৭৩ হাজার ৪৩৬ কোটি টাকা।

ভ্যাট খাতে গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থবছরে ৩৫ শতাংশ বেশি টাকা আদায় করার চেষ্টা থাকবে সরকারের। গত অর্থবছরে ভ্যাট খাতে সংশোধিত লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিলো ৬৫ হাজার কোটি টাকা। এ ছাড়া গত অর্থবছরের মূল বাজেটের আকার ছিল তিন লাখ ৪০ হাজার কোটি টাকা। পরে প্রায় ২৩ হাজার কোটি টাকা কাটছাঁট করে সংশোধিত করে আকার নির্ধারণ করা হয় তিন লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত