রমজানে শেয়ারবাজারে নতুন সময়সূচি

প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৮:৪৮

জাগরণীয়া ডেস্ক

রমজান মাস উপলক্ষে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। ২১ মে (রবিবার) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসইতে বিরতিহীনভাবে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে। ডিএসই অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।

বর্তমান লেনদেন চলছে সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

অন্যদিকে, রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ডিএসইর অফিস সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। আর লেনদেন সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুই ২টা পর্যন্ত। রমজান মাস বাদে পুঁজিবাজারে লেনদেন চলত সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত