টেলিযোগাযোগ খাতে বরাদ্দ ৩৩৭৯ কোটি টাকা

প্রকাশ : ০৭ জুন ২০১৮, ১৮:২৬

জাগরণীয়া ডেস্ক

আগামী ২০১৮-১৯ অর্থবছরে টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও সুরক্ষায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে তিন হাজার ৩৭৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

৭ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যা গত অর্থবছর থেকে এক হাজার ১২৮ কোটি টাকা বেশি।

উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সংশোধিত বাজাটে এক হাজার ৭৪৫ কোটি টাকা পেয়েছিল। তথ্যপ্রযুক্তি ও টেলিকম শিল্পের উন্নয়নে ২০১৮-১৯ অর্থবছরে মোট বাজেট প্রস্তাব করা হয়েছে ছয় হাজার ৬০ কোটি টাকা। যা গত বছরের চেয়ে ৪৩৫ কোটি টাকা কম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত