বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড
প্রকাশ : ০৩ মে ২০১৮, ২০:৪৬
বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে যোগাযোগ বাড়াতে বন্দর ব্যবস্থাপনার অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী থাইল্যান্ড-বললেন থাইল্যান্ডের অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগমন্ত্রী ড. কুবসেক পুত্রাকুল।
৩ মে (বৃহস্পতিবার) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ‘বাংলাদেশ-থাইল্যান্ড বিজনেস ডায়ালগ’ এসব কথা জানান থাইল্যান্ডের বিনিয়োগমন্ত্রী কুবসেক পুত্রাকুল।
এসময় থাই মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম সময় বিরাজ করছে। তাই থাইল্যান্ডের ব্যবসায়িরা এখানে বিনিয়োগ করতে আগ্রহী। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন থাইল্যান্ডের বিনিয়োগমন্ত্রী ও বিনিয়োগ বোর্ডের মহাসচিবসহ ৩৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
অনুষ্ঠানে বাংলাদেশকে ‘ইয়াং টাইগার’ উল্লেখ করে দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গভীর আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ডের প্রতিনিধি দল।