বন্যায় সহায়তা দিতে ব্যাংকগুলোকে পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের
প্রকাশ : ১৩ জুলাই ২০১৭, ০২:৫৪
জাগরণীয়া ডেস্ক
উত্তরাঞ্চলসহ সারাদেশে বন্যাদূর্গত এলাকায় আর্থিক ও ত্রাণ সহায়তা দেওয়ার জন্য সব ব্যাংককে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
১২ জুলাই (বুধবার) সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে কর্পোরেট সমাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ সারাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর মাঝে আর্থিক ও ত্রাণসামগ্রী যেমন- খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ, বহনযোগ্য রান্নার চুলা, বহনযোগ্য ২০ ওয়াটের নিচে ছোট সৌরবাতি সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া যাচ্ছে।