নিজস্ব ফায়ারিং স্কোয়াডে
প্রকাশ : ০৮ মার্চ ২০১৭, ১৫:৪৭
একটি সরু রাস্তার গল্প বলে দাঁড়কাক শীতবৃক্ষের পাতাঝরা আর্তনাদের ন্যায়,
যখন সকাল নামে নিজস্ব ফায়ারিং স্কোয়াডে
যতবার মৃত্যুর মতো অসুখের গন্ধ লাগে নাকে, মনে পড়ে
বুলেট বারুদের শব্দে কতটা অভ্যস্ত আপনি। তবুও লিখে রেখে গ্যাছেন-
'ঠিক পথ চিনেও যে নাবিক ফিরে আসে না কখনো;
তার চেনা চোখে প্রত্যাশা রাখতে নেই কোনো'!
দু'আঙুলের মাঝে চুরুট দেখে তাই বারবার অন্যায় বুঝেও কৌশলে ফিরে আসি।
চোখ বুঝলেই দেখতে পাই সঞ্চারিত পাপ আপনার, ক্রোধ, হিংসা। মনে পড়ে-
প্রেমে পড়ে সেসব গিয়েছিলো কবে ধুয়ে!
প্রেমার্ত এক পুরুষ করছে স্নান, আবহমান এক নদীর বুকে শুয়ে।