আমার মুক্তি আলোয় আলোয়..

প্রকাশ : ০৮ মে ২০১৬, ০৯:৫৬

জাগরণীয়া ডেস্ক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রোববার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হবে এটি। 

উপস্থাপনা ও পাঠ করবেন শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। একক কণ্ঠে গাইবেন ফাহিম হোসেন চৌধুরী, আজিজুর রহমান তুহিন, মহাদেব ঘোষ, মিতা হক, রোকাইয়া হাসিনা, জলি রহমান, নার্গিস চৌধুরী, হিমাদ্রী শেখর, সুষ্মিতা আহমেদ বর্ণা, মহিউদ্দিন চৌধুরী ময়না। 

সমবেত নৃত্য পরিবেশন করবে সৃষ্টি কালচারাল সেন্টার (পরিচালনায় আনিসুল ইসলাম হিরু), নৃত্যালোক (পরিচালনায় কবিরুল ইসলাম রতন), সুকন্যা নৃত্যাঙ্গন (পরিচালনায় সুলতানা হায়দার), দিব্য সাংস্কৃতিক সংগঠন (পরিচালনায় দীপা খন্দকার) এবং উত্তরণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত