রাজধানীতে শুরু হচ্ছে নবান্ন উৎসব

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ২০:০৫

জাগরণীয়া ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার বকুলতলায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী নবান্ন উৎসব। আগামী ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে চলবে আগামী ১৬ নভেম্বর (শুক্রবার) পর্যন্ত।

১৩ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম।

তিনি জানান, দুইদিনের উৎসবে ৬৮টি সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় ১২০০ শিল্পী সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন। এদের মধ্যে উদীচী শিল্পগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ শিশু একাডেমি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, টাঙ্গাইলের মহাদেব সংযাত্রার দল, নড়াইলের পটগানের দল উল্লেখযোগ্য।

বৃহস্পতিবার সকাল ৭টা ১ মিনিটে উৎসবের সূচনা হবে বাঁশির সুরে। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে নবান্ন শোভাযাত্রা।  উৎসবে যথারীতি নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্ন কথন, ঢাক-ঢোলের বাদন, যন্ত্রসঙ্গীত পরিবেশিত হবে। থাকবে আদিবাসী গারোদের ওয়ানগালা নৃত্য। 

উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত