কবিতা

তুমি চলে যাও অদিতি

প্রকাশ : ০৮ মার্চ ২০১৮, ০২:০৮

দেশটা আজ এক আস্ত শুয়োরের ভাগাড়
দুই পায়ে ভর করে ঘুরে বেড়ায়, 
মাথা বোঝাই করে ফেরে শিশ্নের পাহাড়।
বিধ্বস্ত মনে বাসে একা বসে অদিতি
অদিতি দেশ ছেড়ে গেলে
তাতে শুয়োরের কি ক্ষতি? 

যেইদেশে 
ঘর অদিতির নয়
রাস্তা অদিতির নয়
তেপান্তর অদিতির নয়
ফসলী মাঠ অদিতির নয়
মসজিদ অদিতির নয়
মন্দির, গির্জা অদিতির নয়
জনারণ্য অদিতির নয়
নির্জনতাও অদিতির নয়
যেইদেশে শুধু শুয়োরের ভয়
সেইদেশ ছেড়ে অদিতির চলে যাওয়াই ঠিক
অদিতিহীন বাংলাদেশ শুয়োরের বোঝা বুঝে নিক।

তুমি চলে যাও অদিতি
সোনার বাংলা তবে নারীশুন্যই হোক
থেকো না আর এই ক্লেদ গায়ে মেখে 
উন্নতির শিখরে জমুক শুয়োরের ভোগ।

বাংলাদেশ যদি নারীর না হয় তবে
বাংলাদেশে এক উন্নত আস্তাকুঁড় হবে
তুমি দেখে নিও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত