মুম্বাই হামলায় স্বামীহারা জীবনযুদ্ধে জয়ী নারী

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৬, ১২:৫৮

জাগরণীয়া ডেস্ক

ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব এই কথা আমরা সচরাচর বলেই থাকি৷ কিন্তু সেটা যে সত্যিই সম্ভব তা করে দেখালেন এক অসীম সাহসী মহিলা৷ যাঁর স্বামী প্রাণ হারিয়েছিলেন ভারতের মুম্বাইয়ে সেই ২৬/১১-র হামলায়৷  শত প্রতিকূলতা সত্ত্বেও কীভাবে ঘুরে দাঁড়ানো যায় তা দেখিয়েছেন এই মহিলা৷

‘হিউম্যানস অফ বোম্বে’এর রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে, ২০০৮ সালের ডিসেম্বর মাসের ২৬ তারিখ মুম্বাই রেল ষ্টেশনে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়৷ তাঁর স্বামী মুম্বাই রেলে কাজ করতেন৷

২৬/১১ এর দিন হঠাৎই তাঁর ফোনে একজন অপরিচিত ব্যক্তি ফোন করে বলেন, ইনি মারা গিয়েছেন৷ তিনি তখন সারা জীবনের মতো তাঁর জীবনসঙ্গীকে হারান৷ দিশেহারা হয়ে তিনি হন্যে হয়ে ঘুরতে থাকেন৷ দুটো সন্তানের ভবিষ্যত নিয়ে তিনি চিন্তায় পড়ে যান৷

সরকারের দেওয়া ক্ষতিপূরণের অর্থ ও অল্প মাইনের চাকরিতে ঠিকমতো চালাতে পারছিলেন না৷ সন্তানদের ভবিষ্যত নিয়ে খুবই চিন্তায় ছিলেন৷ ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করে কীভাবে ভালো চাকরি পাবেন তাও বুঝতে পারছিলেন না তিনি৷

তারপরই তিনি একটি অল্প মাইনের চাকরি নিয়ে আবার পড়াশোনা শুরু করেন৷ তারপর তিনি স্কুলের উচ্চশিক্ষা শেষ করেন৷ তাঁর স্বামীর রেলের চাকরিতে তিনি প্রমোশন পান৷ সত্যিই তিনি একটি নজির সৃষ্টি করেন৷

সূত্র : কোলকাতা২৪

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত