নিরাপত্তাহীন অন্ধকার গুহায় দেশবাসী: খালেদা

প্রকাশ : ০৬ জুন ২০১৬, ১৪:৩১

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খাতুন ও নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, “দেশে সিরিয়াল কিলিং শুরু হয়েছে। মনে হচ্ছে দেশে যেন প্রতিমুহূর্তে গোরস্থানের পরিসরই বেড়েই। চারিদিকে ভয়, শঙ্কা আর আতঙ্ক নিয়েই দেশের মানুষ এখন নিরাপত্তাহীন অন্ধকার গুহায় অনিশ্চিত জীবনযাপন করছে।”

সোমবার (০৬ জুন) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেরিত এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। 

বিবৃতিতে তিনি আরও বলেছেন, “বিদেশি হত্যা থেকে শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ও তাদের ধর্মগুরু, মসজিদের ঈমাম, শিয়া মুসলমান, পীর ও পীরের শিষ্য কেউই ঘাতকদের প্রকাশ্য অস্ত্রের আঘাত থেকে রেহাই পায়নি। জনপদের পর জনপদে এখন শোকের মাতম উঠেছে। এই রক্তনদী আর কতদূর বইবে তা কেউ জানে না।”

খালেদা জিয়া আরো বলেন, “ভ্রুক্ষেপহীন সরকার বন্য প্রতিহিংসার আক্রোশে জঙ্গিদের তৎপরতা দমন করার পরিবর্তে বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে। তাই প্রকৃত দুষ্কৃতকারীদের অনুসন্ধান করে গ্রেফতার করার পরিবর্তে বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়াচ্ছে। কিন্তু দেশের মানুষ এবং বিশ্ববাসী তাদের অপপ্রচার বিশ্বাস করে না। আর এই সুযোগে জঙ্গিরা আরো বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে।”

খালেদা জিয়া অবিলম্বে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু এবং খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। 

রবিবার (০৬ জুন) সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে খুন করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল পুলিশ জব্দ করলেও এখনও খুনিদের ধরতে পারেনি তারা। 

একই দিন বাংলাদেশে উত্তরাঞ্চলের নাটোরের বড়াইগ্রাম  উপজেলার বনপাড়া পৌর এলাকার খ্রিস্টানপাড়ায় বাসার পাশেই তার নিজ দোকানে কুপিয়ে হত্যা করা হয় সুনীল গোমেজকে (৬০)। সুনীল খ্রিস্টানপাড়ায় স্ত্রীকে নিয়ে থাকতেন। তার ভাই প্রশান্ত গোমেজ দিনাজপুরে একটি চার্চের ফাদার, যে জেলাটিতে সম্প্রতি এক খ্রিস্টান পাদ্রি আক্রান্ত হয়েছিলেন।

সকালে সুনীলের লাশ পাওয়ার পর বিকেলে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসেইটে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ইসলামিক জঙ্গীগোষ্ঠী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। এর আগে বিভিন্ন খুনের পর আইএস দায় স্বীকার করে বিবৃতি দিলেও সরকার তা নাকচ করে দেশে জঙ্গীর উপস্থিতি অস্বীকার করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত