শামীম ওসমানের সহযোগিতা চাইবেন আইভী
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৬, ১২:৫৮
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সহযোগিতা চাইবেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শহরের দেওভোগে নিজের নতুন বাসভবনে শনিবার(১৯ নভেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন আইভী। তিনি জানান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের বাসায় গিয়ে তাঁকে পাননি।
এদিনও মেয়র আইভী প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে। তৃণমূলে কোনো বিরোধ নেই।
সেলিনা হায়াৎ আইভী বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ একটি বড় দল। সব জায়গায় এর কম বেশি প্রতিযোগিতা আছে বলে তিনি মনে করেন। নারায়ণগঞ্জও এর বাইরে নয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র বলেন, আমার নাম এখান থেকে যায়নি কোনো অদৃশ্য বস্তুর কারণে। কিন্তু আমিতো মনোনয়ন বোর্ডে দরখাস্ত করেছি। এ নিয়ে মনে হয় তৃণমূলের মধ্যে কোনো সমস্যা হবে না।
সবাই আমার পক্ষে কাজ করবে জানিয়ে আইভী বলেন, নির্বাচন শুরু হওয়ার আগে দলের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু দল মনোনয়ন দেওয়ার পর সবাই এক সঙ্গে কাজ করে। মনোনয়ন প্রত্যাশী আনোয়ার কাকা আমার সঙ্গে কাজ করবেন। প্রধানমন্ত্রী কোনো এক ব্যক্তির আশার প্রতিফলন ঘটাননি। উনি নারায়ণগঞ্জবাসীর আশার প্রতিফলন ঘটিয়েছেন। যে যে পক্ষে কাজ করুক না কেন নির্বাচনের স্বার্থে এক হয়ে কাজ করবেন বলে আমি আশা করি। আমি মনে করি আনোয়ার কাকা আমার সঙ্গে কাজ করবেন। আমি তাঁর হাতে নির্বাচনের সব দায়িত্ব তুলে দিতে চাই।
নির্বাচনে শামীম ওসমানের ভূমিকা বিষয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, ওনার ভূমিকা কী হবে আমি জানি না। আমি মনে করি উনি যদি দলের অনুগত হন তাহলে দলের জন্য কাজ করবেন। আমি শামীম ওসমানের সহযোগিতা চাইব।