স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১৮:২২

জাগরণীয়া ডেস্ক

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।  

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

শুক্রবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করবেন বেগম খালেদা জিয়া। এর একদিন আগে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তিনি। 
 
ধারণা করা হচ্ছে, আগামীকালের বৈঠকে নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রস্তাবনা চূড়ান্ত করবে বিএনপি। ইতোমধ্যে দলটির কয়েকজন সিনিয়র নেতা কমিশন পুনর্গঠন নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। 

এছাড়াও বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারেও আলাপ আলোচনা হতে পারে বলে জানা গেছে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের। 

এদিকে স্থায়ী কমিটির বৈঠকের পর ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে বসার কথা রয়েছে। তবে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এ ব্যাপারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত