বৃহস্পতিবার আদালতে হাজির হবেন খালেদা

প্রকাশ : ০১ জুন ২০১৬, ১২:৪৮

জাগরণীয়া ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করতে বৃহস্পতিবার (০২ জুন) আদালতে হাজির হবেন বলে জানা গেছে।

বুধবার (০১ জুন) তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ১৯ মে খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আদালতে উপস্থিত হতে না পারায় আবারও সময় চেয়ে আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার নতুন তারিখ ঠিক করে দিয়ে ওই দিন খালেদাকে হাজির হতে নির্দেশ দেন। নতুবা তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও জানান আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে চলতি বছরে ১৯ মে খালেদা জিয়া  আদালতে হাজির না হওয়ায় এ মামলায় তাঁর আত্মপক্ষ সমর্থন ৫ম দফায় পিছিয়ে যায়। 

এ মামলায় বাকি ৩ আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী। এর মধ্যে জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান জামিনে আছেন এবং হারিছ চৌধুরী পলাতক রয়েছেন বলে জানা যায়। 

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত